দিনাজপুর প্রতিনিধি : ইয়াসমিন ট্রাজেডি ও নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইয়াসমিনের মতো প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে নারীরা নির্যাতিত হচ্ছেন। তাই নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নাগরিক উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা পরিষদ দিনাজপুর শাখার সভাপতি কানিজ ফাতেমা ও সাধারণ সম্পাদক মারুফা বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরে পুলিশ কর্তৃক ইয়াসমিন ধর্ষণকে কেন্দ্র করে জনগণ রাজপথে আন্দোলনে নেমে পড়ে। এসময় পুলিশের গুলিতে জেলায় ৫ জন প্রাণ হারান। পরে বিচারে পুলিশ সদস্যদের ফাঁসি হয়। তখন থেকে এই দিনটিকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে।
Leave a Reply