সিলেটের গোলাপগঞ্জ থানা পুলিশ ৫২ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের দিকনির্দেশনায় ও গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো রাশেদুল হক চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো হারুনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার রাত ১টার দিকে লক্ষণাবন্দ ইউনিয়নের উত্তর লক্ষণাবন্দে আলতাফ হোসেনের মুদি দোকানের ভিতরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় উত্তর লক্ষণাবন্দ গ্রামের আলীম উদ্দিনের ছেলে আলতাফ হোসেন ও আব্দুল মন্নানের ছেলে জুবায়ের আহমদ এবং নিজ ফুলসাইন্দ গ্রামের মুকিত আলীর ছেলে জালাল উদ্দিনকে এই ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেলও উদ্ধার করে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো লুৎফর রহমান জানান, সিলেট জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান আরোও বৃদ্ধি করা হবে।
Leave a Reply