হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে তাকে উপজেলা সদর থেকে আটক করা হয়। তার নিকট থেকে ৩শ পিস ইয়াবা ও একটি বড় ছোরা উদ্ধার করা হয়েছে। আটককৃত মাহমুদ হোসেন খান মামুন উপজেলা সদরের পুরান তোপখানা এলাকার বাসিন্দা আমজাদ হোসেন খান নানুর ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে একটি ফার্নিচারের দোকান থেকে মাহমুদ হোসেন খান মামুনকে আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার নিকট থেকে নগদ আড়াই হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
Leave a Reply