২০১৫ সালের ধারাবাহিকতায় এ বছরের অক্টোবরে দ্বিতীয়বারের মতো জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড আয়োজন করতে যাচ্ছে ইয়াং বাংলা। এর প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
২০১৫ সালের বিজয়ীরা সহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩০টি সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। সভার আলোচনার মূল বিষয় ছিলো কিভাবে স্থানীয় পর্যায়ে সর্বোচ্চ প্রচারণা নিশ্চিত করা যায়।
সিআরআই প্রতিনিধি প্রিয়াংকা চাকমা ও শিবু কুমার শীলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ইয়াং বাংলা-সিআরআইএর বিভাগীয় সমন্বয়কারী শাহান আহমদ, ২০১৫ সালের জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী সুকান্ত গুপ্ত, মোহন রবি দাশ প্রমুখ।
এবার অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে হবে অনলাইনে। পুরস্কার দেয়া হবে কমিউনিটি ডেভেলপমেন্ট, ক্রীড়া উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড-এই তিন শাখায়। তরুণ নেতৃত্বের যেসব সংগঠন নারীর প্রতি সহিংসতা, বয়স্ক ও শিশু শিক্ষা, মাদকাসক্তি, যুব প্রশিক্ষণ ও শিক্ষা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে, তারা আবেদন করতে পারবে।
Leave a Reply