নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন-ইসি ঢাকায় বসে সিসি ক্যামেরার মাধ্যমে সিলেট সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করবে। নিশ্চিত করবে সঠিক ভোটাধিকার প্রয়োগ। এতে কেউ ব্যাঘাত সৃষ্টি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী হাবিবুল আওয়াল শনিবার, ১০ জুন সকালে মহানগরীর মেন্দিবাগে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিসিক নির্বাচনের মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।
ইভিএম প্রসঙ্গে সিইসি বলেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম নিয়ে অনেকেই অনেক কথা বলেন;কিন্তু অনেক আগেই পরীক্ষা-নিরীক্ষা করে এর মধ্যে কিছু পাওয়া যায়নি।
তিনি স্পষ্ট করে দেন, কোনোভাবেই একজনের ভোট অন্যজন দিতে পারেনা।
কাজী হাবিবুল আউয়াল আরও জানান,আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো জাহাঙ্গীর আলম, সিলেট মহানগর পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ, জেলা প্রশাসক মো মজিবর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ফয়সাল কাদের, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সহ অন্যান্য মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a Reply