জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনছুরুল হাসান রায়পুরী বলেছেন, শত বছরের ঐতিহ্যে লালিত সংগঠন জমিয়তের কার্যক্রমকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীকে নৈতিকতার বলে বলীয়ান হতে হবে। দেশের ইসলাম বিদ্বেষী শক্তির বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে কাজ করতে হবে নেতাকর্মীদের। ক্ষমতাসীন সরকারের ইসলামবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের জবাব দিতেও প্রস্তুত থাকতে হবে।
বুধবার রাতে সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে সিলেট মহানগর জমিয়তের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহানগর জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্যে জমিয়তের মহাসচিব ড গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, সকল আন্দোলন-সংগ্রামে সিলেটের জমিয়ত কর্মীদের অগ্রণী ভূমিকা ছিল-আগামীতেও তা অব্যাহত রাখতে হবে।
মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আবুবক্কর সিদ্দিক সরকারের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি শায়খুল হাদিস মাওলানা শেখ মুজিবুর রহমান ও সহকারী মহাসচিব শায়খুল হাদিস মুফতি জাকির হোসেন খান। স্বাগত বক্তব্য রাখেন, মহানগর জ্যেষ্ঠ সহসভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান। আরও বক্তব্য রাখেন, জেলা সভাপতি শায়খুল হাদিস আব্দুল মতিন ধনপুরী, জ্যেষ্ঠ সহসভাপতি কাজী আব্দুস সালাম রশিদী, সহসভাপতি শায়খুল হাদিস আব্দুল মালিক মোবারকপুরী প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply