খাদিমুল কুরআন পরিষদের ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে বক্তাগণ বলেছেন, এ মহান পৃথিবীর স্রষ্টা আল্লাহ একটি লক্ষ্য-উদ্দেশ্য নিয়েই মানব সৃষ্টি করেছেন। আর তা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা। ইবাদত কেবল নামাজ রোজা হজ্জ জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম জীবনের সর্বক্ষেত্রে সর্বযুগে আধুনিক। ইসলামকে যারা সেকেলের ধর্ম মনে করে তারা কেবল বুদ্ধি প্রতিবন্ধী নয়-তারা মুসলিম সমাজ ও এদেশের জন্য বিষধর সাপের ন্যায়।
শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মঙ্গলবার এই তাফসিরুল কুরআন মাহফিল শুরু হয়।
এতে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক মুফসসিরে কোরআন মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী সমাজ সংশোধনের রূপরেখা বিষয়ে, মাওলানা মুফতি উবায়দূল্লাহ হামজা দ্বীনি শিক্ষার গুরুত্ব বিষয়ে, মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী মানব সৃষ্টির মূল উদ্দেশ্য বিষয়ে, মাওলানা আসজাদ আহমদ দ্বীনি দাওয়াতের গুরুত্ব ও কলা-কৌশল বিষয়ে এবং মাওলানা আখতরুল ইসলাম সমাজ উন্নয়নে নারী পুরুষের ভূমিকা বিষয়ে বয়ান পেশ করেন।
বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম ও মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী।
বক্তাগণ আরও বলেন, আখেরী নবী হযরত মুহাম্মদ (সা) আল্লাহর প্রেরিত নবী। আল্লাহপাক ছাড়া পৃথিবীর সকল জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পরেই মুমিন জান্নাতের অধিকারী হয়ে থাকেন। তাই সত্যিকারের মুমিন হতে আল্লাহর হুকুমের সঙ্গে নবীজীর তরিকা মতো চলতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply