বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল মনজুরে মাওলা বলেছেন, ইসলাম নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা থেকে উত্তরণের জন্য ইসলামী শিক্ষার বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষা ছাড়া উন্নত রাষ্ট্র বিনির্মাণ কল্পনামাত্র।
বুধবার, ৩ এপ্রিল মহানগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় সংগঠনের বিমানবন্দর থানা শাখা আয়োজিত ‘ইসলামী শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাখা সভাপতি মীর মাসরুর আবিদের সভাপতিত্বে ও সেক্রেটারি ইশমাম আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব মজলিস সিলেট জেলা শাখার আহবায়ক আহমদ মাহফুজ আদনান, ছাত্র মজলিস মহানগরী শাখার বায়তুলমাল সম্পাদক মুহিবুর রহমান রায়হান, খেলাফত মজলিস বিমানবন্দর থানা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কয়ছর আহমদ কাওসার, সাবেক শাহজালাল জোন সভাপতি মুহাম্মদ এহসান ও জালালাবাদ থানা সভাপতি আফজাল হোসাইন সায়েম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা শাখার সাবেক সেক্রেটারি জামিল আহমদ, জালালাবাদ থানা সেক্রেটারি জুনাইদ ইবনে তাসিফ, মাহবুবুল করীম, জাহিদ, তামিম, সাহি প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply