ইসলামী ঐক্যজোট সিলেট জেলা ও মহানগর নির্বাহী কমিটির এক জরুরি যৌথসভা শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিত হয়।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মুফতি ফয়জুল হক জালালাবাদীর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি হাফিজ ফখরুল আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মহানগর সহ সভাপতি মাওলানা নূরুল হক, মাওলানা জুনায়েদ আহমদ, মুফতি আনওয়ারুল হক, মাওলানা তামিম আহমদ, মাওলানা নজরুল ইসলাম, ক্বারি শাব্বির আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, আগামী স্থানীয় ও জাতীয় নির্বাচনে ঈমান ও দেশ বাঁচাতে ২০ দলীয় জোটকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় বৃহত্তর স্বার্থ রক্ষার জন্য ব্যক্তি ও নিজ দলের বিষয়টি ছাড় দেয়ার মানসিকতা নিয়ে জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
তারা আরও বলেন, ২০ দলীয় জোটের বড় দল বিএনপিকে শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষায় ব্যস্ত না থেকে শরিক দলসমূহের প্রতি নজর দিয়ে নির্বাচনী আসন ভাগ করে দিতে প্রস্তুত থাকতে হবে।
Leave a Reply