ইসকন সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ও তার সহযোগী ভাগবত করুণা দাসের ‘নানান অনাচার ব্যভিচারের’ প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।
বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে সিলেট বিভাগের ইসকন সচেতন ভক্তবৃন্দের উদ্যোগে এই মানববন্ধন করা হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ভাগবত করুণা দাসকে অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাসের সকল অবৈধ কর্মকাণ্ডের সহযোগী আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে ভক্তির অন্তরালে নানান অনাচার ব্যভিচার চালানোর অভিযোগ করেন।
Leave a Reply