বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : ইসকন নিষিদ্ধ, চিন্ময় কৃষ্ণ দাসের সর্বোচ্চ শাস্তি ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসির দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর/১৭ অগ্রহায়ণ) দুপুরে আল্লামা নূরুল ইসলাম ওলিপুরীর আহ্বানে হবিগঞ্জ জেলা ইসলামী সংগ্রাম পরিষদের উদ্যোগে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ অংশ নেয়।
নিউফিল্ড ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী।
সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে।