তরুণ গীতিকবি বেলাল হোসেন ইশাকুল রচিত গানের অ্যালবাম ‘ও সুন্দরী ললনা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় ভাটিবাংলা গ্রুপের উদ্যোগে মহানগরীর সুবিদবাজারে ক্যামবিয়ান স্কুল অ্যান্ড কলেজ সম্মেলন কক্ষে অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চণ্ডিপুল শাখার পরিচালক কবিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ক্যামবিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী। প্রধান আলোচক ছিলেন বাংলাবাজার ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন মাজেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট একরামুল হাসান শিরু, মাসিক চন্দ্রবিন্দু সম্পাদক কবি মোহাম্মদ নূরুল ইসলাম, কবি আজমল আহমদ ও ছোট কাগজ পিঁপড়া সম্পাদক ছড়াশিল্পী মিনহাজ ফয়সল। বক্তব্য রাখেন আজিজুল হক রানা, সুরঞ্জিত তালুকদার, হুমায়ুন কবির রুবেল, ছড়াশিল্পী আকরাম ছাবিত, শাহ আলম, শামীম, রশীদ নূর, আলমগীর, আব্দুল কাদির ও আলী হোসেন। পরিচালনায় ছিলেন আমজাদ হোসেন। গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী এম এইচ সম্রাট।
Leave a Reply