সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ২০১৭-১৮ কার্যকরী পরিষদ নির্বাচনে সালাম-সিরাজ পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকেলে মহানগরীর একটি অভিজাত হোটেল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী হক ট্রেডার্সের স্বত্বাধিকারী মুজিবুল হকের সভাপতিত্বে এবং সংগঠনের সহ সাধারণ সম্পাদক মো লুৎফুর রহমান চৌধুরী ও দফতর সম্পাদক জালাল আহমদের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সভাপতি আব্দুস সালাম খান, জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুল হামিদ, সহ সভাপতি ইউসুফ মিয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহজাহান সাজন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রচার সম্পাদক আব্দুস সামাদ ও সাংস্কৃতিক সম্পাদক আজিজুর রহমান খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁন মিয়া, শমসের আলম, মঈন উদ্দিন, আবুল লেইছ, মো মঈন উদ্দিন চৌধুরী, অভিজিৎ দাশ দেবু, শাহ মোহাম্মদ এমদাদ আহমদ, মিজানুর রহমান মিলন, মো এমাদ উদ্দিন প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো হাফিজুর রহমান চৌধুরী।
বক্তারা সিলেটের বিভিন্ন স্থানে অবৈধভাবে বৈদ্যুতিক বাল্ব বিক্রির তীব্র নিন্দা জানান।
তারা সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করতে সালাম-সিরাজ পরিষদকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান।
১০ই ডিসেম্বর সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ২০১৭-১৮ কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply