গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে।
শনিবার বিকেলে বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়িচালক আনসার আলী সহ গুম হওয়া সকলকে ফিরিয়ে দেয়ার দাবিতে সিলেট জেলা বিএনপি আয়োজিত ‘ভিন্ন মতাবলম্বীদের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম ও আগামীর রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা জাফরুল্লাহ চৌধুরী বলেন, এম ইলিয়াস আলী সহ সকল গুমের সাথে ভারতের ‘র’ জড়িত। টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে গণআন্দোলন গড়ে তোলায় এম ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। তাই সবার আগে দেশপ্রেমিক জনতাকে ভারতের বিরুদ্ধে জেগে উঠতে হবে।
জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল গাফফারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় মহানগরীর দরগাগেইটে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সম্মিলিতি পেশাজীবী পরিষদ সভাপতি ডা শামীমুর রহমান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড মো আশরাফ উদ্দিন।
Leave a Reply