নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা সভাপতি ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলী সহ ‘গুম’ সকলের সন্ধান দাবিতে জেলা বিএনপি আহুত কর্মমূচি সফল করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত সিলেট জেলা বিএনপির প্রস্তুতি সভায় এ আহবান জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, ১০ বছরে সরকার এম ইলিয়াস আলী সহ ‘গুম’ হওয়া সিলেটের ৪ নেতাকর্মীর সন্ধান দিতে ব্যর্থ হয়েছে।
সভায় দাবি জাননো হয়, অবিলম্বে এম ইলিয়াস আলী সহ ‘গুম’ সকল নেতাকর্মীকে পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে। অন্যথায় জনতার সরকার প্রতিষ্ঠিত হলে উদঘাটন করা হবে সকল ‘গুম’ রহস্য। এর সঙ্গে জড়িত সবাইকে জনতার আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়ও করানো হবে।
এই দাবিতে রবিবার, ১৭ এপ্রিল জেলা বিএনপির উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও বাদ জোহর হযরত শাহজালাল (র) মাজার মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল করা হবে।
একইসঙ্গে একই দিনে জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
এছাড়া এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় সোমবার দক্ষিণ সুরমার কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গাফফার, অন্যতম নেতা অ্যাডভোকেট আশিক উদ্দিন, অ্যাডভোকেট এ টি এম ফয়েজ, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, মহানগর সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল প্রমুখ।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply