নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর হযরত শাহজালাল (র) মাজার মসজিদে এই কর্মসূচির আয়োজন করে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক শেখ মখন মিয়া, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, বিএনপি নেতা নূরুল মুমিন খোকন, মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সিটি কাউন্সিলর দিনার খান হাসু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, আব্দুল ওয়াহিদ সোহেল, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি আমিনুজ্জামান জোয়াহির, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
মাহফিলে খালেদা জিয়া এবং তারেক রহমানের রোগমুক্তিও কামনা করা হয়।
Leave a Reply