নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
রবিবার দুপুরে জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিটি দেয়া হয়।
জেলা প্রশাসক রাহাত আনোয়ার স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, সরকার পাঁচ বছর ধরে এম ইলিয়াস আলীকে গুম করে রেখেছে।
এ সময় বিএনপির জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম সহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
২০১৩ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলী নিখোঁজ হন।
প্রথম দিকে এম ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে তীব্র আন্দোলন গড়ে উঠে। বিশ্বনাথ উপজেলা সদরে পুলিশের সাথে সংঘর্ষে প্রাণ হারান ৩ জন; কিন্তু আস্তে আস্তে আন্দোলন ঢিলে হতে থাকে।
তবে বিএনপি নেতাদের দাবি, আন্দোলন অব্যাহত আছে এবং আন্দোলনের মাধ্যমেই বর্তমান সরকারকে বিদায় দিয়ে এম ইলিয়াস আলীকে ফিরিয়ে আনা হবে।
Leave a Reply