নিজস্ব প্রতিবেদক : নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে দ্রুত ফিরিয়ে দেয়ার দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা এম ইলিয়াস আলীর বিপুল জনপ্রিয়তার কারণেই সরকারের মদদে তাকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম। বিশেষ অতিথি ছিলেন, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ।
হবিগঞ্জ : বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা তাঁতীদলের আহ্বায়ক সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, ওলামা দলের সভাপতি ক্বারী কবির আহমেদ ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা আমিনুল ইসলাম বাবুল।
বক্তারা এম ইলিয়াছ আলীকে ফিরেয়ে দিতে সরকারের কাছে দাবি জানান।
Leave a Reply