ওসমানীনগর প্রতিনিধি : সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটের ওসমানীনগর উপজেলা যুবদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২৫ আগস্ট দুপুরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৫ হাজার নেতাকর্মী বৃষ্টি উপক্ষো করে অংশ নেন। উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনির সভাপতিত্বে এবং যুগ্মআহ্বায়ক আহবাবুল ইসলাম আহবাব ও ইসলাম উদ্দিনের পরিচালনায় এতে বক্তারা ২০১২ সাল থেকে নিখোঁজ এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, সহসভাপতি ফখরুল ইসলাম ফারুক, উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সহসভাপতি আব্দুর রউফ আব্দুল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।
পরে এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় মোনাজাত করা হয়।
Leave a Reply