সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ইলাইগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটের দীক্ষাদান ও ব্যাচ প্রদান অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক গীতা চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রহিমা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট সভাপতি শাহেদ মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন আহমদ, সহকারী শিক্ষা কর্মকর্তা ছানাউল হক ছানু ও মুসলিমা বেগম, স্কাউট আঞ্চলিক উপ পরিচালক ডা সিরাজুল ইসলাম, সিলাম পিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার হোসেন, স্কাউটার শামসুন্নাহার, মিত্রা কর, রাখালগঞ্জ কেসি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জ্যোতির্ময় পাল ও কাব লিডার মো ইসমাঈল হোসেন।
প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ কাব স্কাউটের শিশুদের স্কার্ফ ও ব্যাজ পরিয়ে দীক্ষাদান করেন।
Leave a Reply