পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী বিভিন্ন জামে মসজিদে ‘দারিদ্র দূরীকরণে যাকাতের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভা করা হচ্ছে।
এর ধারাবাহিকতায় শনিবার মহানগরীর দর্জিবন্দ বায়তুল মাওলা জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনের সভাপতিত্বে ও সদর পূর্ব শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ তাহসীল উদ্দিন ক্বাসেমীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি বলেন, সালাতের মতই যাকাতের গুরুত্ব রয়েছে। তবে সালাতের মতো যাকাত সকলের উপর আবশ্যক নয়। যাকাত বিত্তবানদের উপর অত্যাবশ্যকীয় দায়িত্ব। বিক্ষিপ্তভাবে অনেকেই যাকাত দিয়ে থাকেন। পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যাকাত আদায় ও বন্টন নিশ্চিত করতে পারলে দেশ থেকে দারিদ্র দূর হয়ে যাবে।
জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন বলেন, মসজিদ ভিত্তিক যাকাত ফান্ড গঠন ও মহল্লায় মহল্লায় দরিদ্র মানুষের তালিকা করে সমন্বিতভাবে যাকাতের অর্থ দিয়ে পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সেক্রেটারি দিলওয়ার হোসাইন, ফয়জুল হক চৌধুরী, জহিরুল ইসলাম, দিলু মিয়া, মাহবুব আহমদ, শাহিন আহমদ চৌধুরী, বদরুল ইসলাম, জেলা ইমাম সমিতির অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আকমল হোসাইন প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply