সিলেটের ওসমানীনগরে ইমাম মাওলানা আব্দুর রহমান হত্যার প্রতিবাদে ও খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, মসজিদের ইমামগণ সমাজের সর্বস্তরের মানুষের আস্থা ও বিশ্বাসের শ্রেষ্ঠ আশ্রয়স্থল। ইমামতির পাশাপাশি তারা দেশ ও জাতির সার্বিক উন্নয়নে পূর্বের যে কোন সময়ের তুলনায় অধিকতর সচেতন এবং বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন সন্ত্রাস ও জঙ্গিবাদের কবল থেকে দেশকে মুক্ত করতে। এরপরও ইমামগণ খুন হচ্ছেন। একটি খুনেরও সুষ্ঠু বিচার না হওয়ায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। বুধবার ওসমানীনগরে মাওলানা আব্দুর রহমানকে অত্যন্ত ঠাণ্ডা মাথায় হত্যা করে হুজরার সিলিং ফ্যানের সাথে দিগম্বর করে খুনিরা ঝুলিয়ে রাখে।
সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে রবিবার সকাল ১১টায় আয়োজিত মানববন্ধনে সংগঠনের মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন ও মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা নূর আহমদ কাশেমীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের মহানগর সভাপতি মুফতি ফয়জুল হক জালালাবাদী, ইমাম সমিতির জেলা সহ সভাপতি মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী, মহানগর সহ সভাপতি মাওলানা আহমদ হোসাইন, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া, দফতর সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মাওলানা মাহমুদ হোসাইন, সেক্রেটারি মাওলানা লুৎফুর রহমান, মাদানী কাফেলা বাংলাদেশের সেক্রেটারি মাওলানা সালেহ আহমদ শাহবাগী, নেজামে ইসলামের জেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ, মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আসলাম রহমানী, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা জহিরুল হক ও মদীনা ফাউন্ডেশনের মহাপরিচালক মাওলানা আব্দুশ শহীদ।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবীব আহমদ শিহাব অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, অন্যথায় ঈদের পর তৌহিদী জনতা ও মুসল্লিদের নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply