নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার ইসলাম বিরোধী অপকর্ম জঙ্গিবাদ প্রতিহত করতে গণসচেতনতা সৃষ্টিতে অবদান রাখতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার ৭ম ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই ধর্ম মানুষ হত্যা সমর্থন করেনা। অথচ একটি চক্র পবিত্র ইসলাম ধর্মের নামে মানুষ হত্যা করছে।
সম্মেলনে বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, ইমাম সমাজের উপর মানুষের আস্থা বেশি। তাদের কাছে প্রতি জুমার নামাজে খুৎবার মাধ্যমে সবাইকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সচেতন করার সুযোগ রয়েছে।
সংগঠনের মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে সম্মেলনে আরো বিশেষ অতিথি ছিলেন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম ও মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী। এছাড়া অন্যরা বক্তব্য রাখেন।
Leave a Reply