সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ মোহাম্মদ আমীনূর রহমান বলেছেন, ইমামরা হচ্ছেন সমাজের নেতা। তাই সমাজের উন্নয়নে নিজেদের যোগ্যতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে নিয়োজিত হতে হবে।
তিনি আরো বলেছেন, মসজিদের খেদমতের পাশাপাশি সামাজিক কাজে নিজের মেধা কাজে লাগাতে হবে। বৃক্ষ রোপন, মাদক, বাল্যবিয়ে এবং জঙ্গিবাদ প্রতিরোধেও ভুমিকা রাখতে হবে।
সোমবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন ও শ্রেষ্ঠ ইমাম বাছাই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ইসলামিক ফাউন্ডেশন, সিলেটের পরিচালক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা নাজিম উদ্দিন চৌধুরী। ইমাম প্রশিক্ষণ একাডেমির সহকারী পরিচালক আনোয়ারুল কাদিরের পরিচালনায় বক্তব্য রাখেন প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা নূরুল আমীন।
Leave a Reply