সিলেটে দ্বিতীয় ইমজা-মাহা মিডিয়া কাপ ফুটবল প্রতিযোগিতায় উত্তরপূর্ব কিংস চ্যাম্পিয়ন ট্রফি লাভ করেছে।
মঙ্গলবার বিকেলে জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবার কথা ছিল; কিন্তু টিম শুভ প্রতিদিন মাঠে না আসায় উত্তরপূর্ব কিংসকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
দ্বিতীয় ইমজা-মাহা মিডিয়া কাপ ফুটবল প্রতিযোগিতার পয়েন্ট তালিকায় প্রথম উত্তরপূর্ব কিংস ও দ্বিতীয় টিম শুভ প্রতিদিন ফাইনাল খেলার যোগ্যতা অর্জনে করেছিল।
ট্রফি বিতরণ করেন, প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ফ্যাশন হাউস মাহার স্বত্বাধিকারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম। এ সময় আরো উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু, প্রতিযোগিতা পরিচালনা পরিষদের আহ্বায়ক আজিজ আহমদ সেলিম, সদস্য সচিব মারুফ আহমদ ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন।
Leave a Reply