ক্রীড়া প্রতিবেদক : সিলেটে দ্বিতীয় ইমজা-মাহা মিডিয়া কাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনের দুটি খেলাই ড্র হয়েছে।
প্রথম খেলায় অংশ নেয়, শ্যামল সিলেট চ্যালেঞ্জার্স ও টিম শুভ প্রতিদিন। দুটি দলই বারবার প্রতিপক্ষকে হারাতে গোলপোস্ট অভিমুখে হানা দেয়; কিন্তু লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত খেলাটি গোলশূন্য ড্র-ই থেকে যায়।
দল দুটির মধ্যে শ্যামল সিলেট চ্যালেঞ্জার্স এখনো কারো জালে বল জড়াতে পারেনি। অন্যদিকে টিম শুভ প্রতিদিন প্রথমদিনের খেলায় সংবাদ টাইগার্সকে ৩-১ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে।
দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় উত্তরপূর্ব কিংস ও সংবাদ টাইগার্স। এতে প্রথম থেকেই প্রতিপক্ষের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে সংবাদ টাইগার্স; কিন্তু উত্তরপূর্ব কিংসের গোলকিপার মোয়াজ্জেম সাজুর দৃঢ়তার কারণে বল বারবার ফিরে যায়। এ কারণে খেলার প্রথমার্ধ গোলশূন্য ছিল।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্যে হন্যে হয়ে যায়। বড় পরিবর্তন আসে উত্তরপূর্ব কিংসে। এতে ফলও মেলে। অপু আর দিব্যর ‘বানিয়ে দেয়া’ বলটি কোহিনূরের পা থেকে বুলবুলকে পরাজিত করে জালে জড়িয়ে যায়; কিন্তু উত্তরপূর্ব কিংসের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। রেফারির শেষ বাঁশি বেজে উঠার মাত্র ৩ মিনিট আগেই সংবাদ টাইগগার্সের বদলি খেলোয়াড় নূর আহমদ গোল করে খেলায় সমতা নিয়ে আসেন।
দ্বিতীয় দিনে ম্যান অব দ্যা ম্যাচ হন শ্যামল সিলেট চ্যালেঞ্জার্সের সুনিল সিংহ ও উত্তরপূর্ব কিংসের মোয়াজ্জেম সাজু। দুজনের হাতে পুরস্কার তুলে দেন, ইমজার সভাপতি আল আজাদ ও সাবেক সভাপতি মাহবুবুর রহমান রিপন। এ সময় উপস্থিত ছিলেন, দ্বিতীয় ইমজা-মাহা মিডিয়া কাপ ফুটবল প্রতিযোগিতা
পরিচালনা পরিষদের আহ্বায়ক আজিজ আহমদ সেলিম, সদস্য দিগেন সিংহ ও টেকনিক্যাল কমিটির সদস্য সিরাজ উদ্দিন।
Leave a Reply