সিলেটে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনর নেতৃবৃন্দের সাথে ভারতের সাউথ আসাম মিডিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং বেসরকারি টিভি চ্যানেল প্রাগ নিউজ ও দৈনিক নববার্তা প্রসঙ্গর দক্ষিণ আসাম ব্যুরো প্রধান অভিজিৎ ভট্টাচার্য মতবিনিময় করেছেন।
মঙ্গলবার দুপুরে মহানগরীর জিন্দাবাজারে ইমজা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান। দুই দেশের সাংস্কৃতিক ভাব বিনিময়ের মাধ্যমে এ সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে।
তিনি সৌভ্রাতৃত্বের এ বন্ধনকে আরো সুদৃঢ় করতে সিলেটের সাংবাদিকদের সাথে আসামের সাংবাদিকদের যোগসূত্র আরো বাড়ানোর উপর জোর দেন।
অন্যদিকে ইমজার সদস্যরা ভারতে বাংলাদেশী টিভি চ্যানেলগুলোর সম্প্রচারের পক্ষে কাজ করতে সেদেশের গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান।
ইমজার সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের জ্যেষ্ঠ সদস্য আজিজ আহমদ সেলিম, প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, সাবেক সভাপতি সংগ্রাম সিংহ, আশরাফুল কবির, সাবেক সাধারণ সম্পাদক আনিস রহমান, সাবেক কোষাধ্যক্ষ এফ এ মুন্না, চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান গোলজার আহমদ, ডিবিসির ব্যুরো প্রধান প্রত্যুষ তালুকদার, ইমজার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দিপক বৈদ্য দিপু, কার্যনির্বাহী সদস্য সেলিম হাসান ও নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন শফি আহমদ।
Leave a Reply