নিজস্ব প্রতিবেদক : সিলেটে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার তিন দিনব্যাপী যুগপূর্তি উৎসব শনিবার মধ্যরাতে শেষ হয়েছে।
উৎসবের শেষ দিন ছিল, সুধীজনদের সাথে সৌহার্দ্য সম্মিলন, যুগপূর্তির কেককাটা, বাউল আব্দুর রহমান ও সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা জ্ঞাপন, ইমজা সদস্যদের পরিবারের অংশগ্রহণে খেলাধুলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সৌহার্দ্য সম্মিলনে যোগ দেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী সহ আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
উৎসব স্মারকের মোড়ক উন্মোচন করেন, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, জেলা প্রশাসক নুমেরী জামান, মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ কমিশনার আব্দুল ওয়াহাব, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম ও র্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মনিরুজ্জামান। এছাড়া জেলা পুলিশ এবং র্যাবের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়
সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে মাতিয়ে রাখেন, প্রখ্যাত চিশতী বাউল, বাউল আব্দুর রহমান, শামীম আহমদ ও তন্বী দেব সহ বিশিষ্ট শিল্পীরা।
Leave a Reply