নিজস্ব প্রতিবেদক : ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার যুগপূর্তি উৎসবের দ্বিতীয়দিনে বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
দ্দক্রবার বিকেলে মহানগরীর ঐতিহাসিক আলী আমজদের ঘড়িঘর প্রাঙ্গণ থেকে বের হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে যায়। এর আগে এক ঝাঁক বেলুন উড়িয়ে যুগপূর্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সিলেট সিটে করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
আনন্দ শোভাযাত্রায় যোগ দেন, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বিএনপির জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলটিভির ভাইস চেয়ারম্যান এম এ মোমিন চৌধুরী, পরিচালক আব্দুল্লাহ সিদ্দিকী শুভ, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক সিকন্দর আলী, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষার সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা।
আনন্দ শোভাযাত্রা শেষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে। পরে সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদের সহযোগিতায় বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
ইমজার যুগপূর্তি উৎসবের শেষদিন শনিবারে রয়েছে, সারাদিন হোটেল লা রোজে আলোচনা, পারিবারিক সৌহার্দ্য বন্ধন, খেলাধুলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply