মহান বিজয়ের মাস উপলক্ষে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
বুধবার বিকেল সাড়ে ৫টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এ চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম দিনে তারেক মাসুদের ‘মুক্তির গান’ ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘গেরিলা’ প্রাদর্শিত হবে।
প্রদর্শনীর শেষদিনে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রদর্শিত হবে তিনটি ছবি। হুমায়ুন আহমেদের ‘আগুনের পরশমনি’, তারেক মাসুদের ‘মুক্তির কথা’ ও মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’
এ আয়োজনে সহযোগিতায় রয়েছে চলচ্চিত্র বিষয়ক সংগঠন মুভিয়ানা ফিল্ম সোসাইটি। ইমজার সভাপতি আশরাফুল কবির ও সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু জানিয়েছেন, চলচ্চিত্র প্রদর্শনী সকল দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।
Leave a Reply