নিজস্ব প্রতিবেদক : ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার বর্ষপঞ্জি ১৪২৪ বাংলার মোড়ক উন্মোচন ও শিক্ষা সহায়তা বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে মহানগরীর জিন্দাবাজারে ব্লু ওয়াটার শপিং সিটির নবমতলায় ইমজা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-৫ আসনের সাংসদ ও জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রিফাত অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ সিদ্দিকী শুভ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল আজাদ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী ও মাহবুবুর রহমান রিপন, সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব ও আনিস রহমান এবং সদস্য শাহ দিদার আলম নবেল।
প্রথমবার ইমজার ছয়জন সদস্যের একজন করে সন্তানকে শিক্ষা সহায়তা দেয়া হয়েছে।
Leave a Reply