ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা সিলেটের নবনির্বাচিত কার্যকরী কমিটিকে সিলেট জেলা প্রেসক্লাব অভিনন্দন জানিয়েছে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এক শুভেচ্ছা বার্তায় ইমজার নতুন সভাপতি যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট আশরাফুল কবির, সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের রিপোর্টার সাকিব আহমদ মিঠু ও কোষাধ্যক্ষ মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার শুভ্র দাস রাজনসহ অন্যান্য পদে নির্বাচিতদের অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় তারা বলেন, নবনির্বাচিতদের নেতৃত্বে ইমজার কার্যক্রম আরো গতিশীল হবে।
এছাড়া সিলেটে কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে ইমজা আরও সুদৃঢ় ভূমিকা পালন করবে বলেও সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি