লন্ডন বাংলা প্রেসক্লাবের আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক সম্পাদক আ স ম মাসুমকে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজা সিলেট সংবর্ধনা জ্ঞাপন করেছে।
একই সাথে ইমজার ঈদ পুনর্মিলনীও অনুষ্ঠিত হয়।
রবিবার রাতে মহানগরীর পূর্ব জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
আ স ম মাসুম ইমজার প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ছিলেন।
ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় এই ঈদ পনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল-আজাদ ও সংবর্ধিত অতিথি আ স ম মাসুম।
অনুষ্ঠানে আ স ম মাসুমের হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা সিলেটের সাংবাদিকতার উন্নয়নে ও সাংবাদিকদের কল্যাণে ইমজার আরো বলিষ্ঠ ভূমিকা পালনের উপর আলোকপাত করেন।
এছাড়া সাংবাদিকদের কল্যাণে একটি তহবিল গঠনেরও ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে ইমজা আয়োজিত ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।
অনুষ্ঠানে ইমজার সদস্যবৃন্দ ছাড়াও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সিলেটের সভাপতি বদরুদ্দোজা বদর সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply