সিলেটের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন-ইমজা কার্যালয়ে পাঠাগারের জন্য সৃজনশীল বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান চৈতন্য বই উপহার দিয়েছে।
রবিবার সন্ধ্যায় ইমজা সম্মেলন কক্ষে চৈতন্যের স্বত্বাধিকারী রাজীর চৌধুরী ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক সজল ছত্রীর হাতে শতাধিক বই তুলে দেন।
এসময় তিনি আরো শতাধিক বই শীঘ্রই দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, মঈনুল হক বুলবুল, বাপ্পা ঘোষ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু, আনিস রহমান, সদস্য এস আলম আলমগীর, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি এস সুটন সিংহ, ফটো জার্নালিস্ট এসোসিয়েসনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ইমজার সাবেক কোষাধ্যক্ষ মারুফ আহমেদ, সদস্য গোলজার আহমদ, শফিকুর রহমান চৌধুরী, শফি আহমদ, অনিল পাল, হাসান শিকদার সেলিম প্রমুখ।
Leave a Reply