হবিগঞ্জ প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূরু বলেছেন, ইভিএম ভেলকিবাজি আধুনিক জালিয়াতি। তাই ইভিএমের মাধ্যমে দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেছেন, সরকারের সাজানো-পাতানো নির্বাচন আর নয়। সরকারের উচিত ব্যর্থতার দায় নিয়ে একটি নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার গঠন করে বিদায় নেওয়া। সরকার নির্বাচনের নামে দেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটাচ্ছে। নির্বাচনে জনগণের ভোট দেওয়ার অধিকার আর নেই। শুধুই প্রহসন। সরকার দেশেকে ধীরে ধীরে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে।
শনিবার দুপুরে হবিগঞ্জে এক আলোচনা সভায় নূরুল হক নূরু প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়কে চৌধুরী আশরাফুল বারী নোমান, সদস্য সচিব আবুল হোসেন জীবন, দিওয়ারিছ মিয়া প্রমুখ।
Leave a Reply