বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরী গভীর শোক রকাশ করেছেন।
এক শোকবার্তায় ড তৌফিক রহমান চৌধুরী বলেন, খোন্দকার ইব্রাহিম খালেদের সাথে দীর্ঘদিন কাজ করার সৌভাগ্য তার হয়েছিল। তিনি ছিলেন অত্যন্ত সৎ, নিরহংকারী ও যোগ্য মানুষ। ইব্রাহিম খালেদসহ তারা কয়েকজন মিলে প্রতিষ্ঠা করেন ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড কোম্পানি। তিনি এই কোম্পানির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন। পরবর্তী সময়ে খোন্দকার ইব্রাহিম খালেদ দীর্ঘদিন কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব সুচারুভাবে পালন করছিলেন। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও তিনি সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি খোন্দকার ইব্রাহিম খালেদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply