সিলেট এমসি কলেজের মেধাবী ছাত্র, কোরআনে হাফিজ কানাইঘাট উপজেলার কাপ্তানপুরের ইফজাল আহমদের হত্যারহস্য দ্রুত উদঘাটন এবং অপরাধীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটের পুলিশ সুপার ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে কাপ্তানপুর গ্রামবাসীর পক্ষে এই স্মারকলিপি পেশ করা হয়। এতে উল্লেখ করা হয়, হাফিজ ইফজাল আহমদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে; কিন্তু হত্যাকাণ্ডের ১৬ দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ এর রহস্য উদঘাটন করতে ব্যর্থ হওয়ায় জনমনে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
গ্রামবাসী অধিকতর তদন্তের স্বার্থে শাহপরান থানায় দায়েরকৃত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অথবা অন্য কোন বিশেষায়িত সংস্থার কাছে হস্তান্তরের দাবিও জানান।
Leave a Reply