ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ সিলেটের দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সিলেটের পুলিশ সুপার মো রওশনুজ্জামান সিদ্দিকীর সার্বিক পরিকল্পনা ও উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পুলিশ সুপার মো রওশনুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, এম সোহেল হাওলাদার (ডিজিএম, বিসিক শিল্পনগরী), তপন বিকাশ তঞ্চঙ্গ্যা (উপমহা পরিদর্শক, কলকারখানা অধিদপ্তর), মো খোরশেদ আলম (উপ-পরিচালক, শ্রম অধিদপ্তর), মো আবিদুর রহমান (শিল্পনগরী কর্মকর্তা, গোটাটিকর), মো তোফাজ্জল হোসেন (শিল্পনগরী কর্মকর্তা, খাদিমনগর), এ টি এম বাকী (ডিজিএম, শাহজালাল ফার্টিলাইজার লি), মো রাব্বি (জিএম, পাইওনিয়ার ডেনিমস), মো জসিম উদ্দিন (ডিজিএম, ফুলকলি, গোলাম কিবরীয়া (এমডি, প্রিন্টিং এন্ড প্যাকেজিং), সুমন সরকার (ম্যানেজার, আকিজ প্লাস্টিক), মো আব্দুর রহিম (খাদিম সিরামিক্স), জি এম (আলীম ইন্ডাস্ট্রিজ লি), দেবপ্রসাদ ভট্টাচার্য (প্রিমিয়াম ফিস এন্ড এগ্রো লি), মো আব্দুর রউফ (ম্যানেজার, বঙ্গ বেকার্স লি), মঞ্জুরুল ইসলাম (ম্যানেজার, গোল্ডেন হার্বেস্ট), মো নুরুল ইসলাম (ব্যবস্থাপক, স্বাদ এন্ড কোম্পানি), আতাউল্লা (সাকের অটো ব্রিক্স), জি এম (ফিজা এন্ড কোম্পানি), মো আজাদ হোসেন (ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ), দিদারুল আলম (মধুবন ইন্ডাস্ট্রিজ লি), আহম্মেদ জামি (সানটেক এনার্জি), আরিফুল ইসলাম (বনফুল এন্ড কোম্পানি লি), মো শওকত আলী (পিউরিয়া), রশিদ সুমন (পরিচালক, সানটেক টায়ার লি), সাইফুজ্জামান চৌধুরী (সিলকো ফার্মাসিটিক্যাল লি), মো তারেক আহমেদ (ওয়েল ফুড লি), মনিরুল হক (ম্যানেজার, ব্রিটিশ গ্যাস কুকার ইন্ডাস্ট্রিজ লি), মো জোহা (জি এম, ইউরো বাংলা সিরামিক্স), ম্যানেজার (লাক্কাতুরা টি স্ট্যাট এন্ড ফ্যাক্টরি), ম্যানেজার (বুরজান টি স্ট্যাট), ম্যানেজার (মালনীছড়া টি স্ট্যাট), ম্যানেজার (হাবিবনগর টি স্ট্যাট) এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাগণ ।
পুলিশ সুপার তার বক্তব্যে প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০৪১ এ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহবান জানান।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply