সিলেটে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট পাইওনিয়ারের অফিস উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে মহানগরীর চৌহাট্টায় মানরু শপিং সিটির চতুর্থতলায় এর উদ্বোধন করেন, সিমার্ক গ্রুপের চেয়ারম্যান ও এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই।
এ সময় তিনি বলেন, উচ্চ শিক্ষায় সিলেটের শিক্ষার্থীরা বিশ্বদরবারে যথেষ্ট সুনাম অর্জন করেছে। এইধারা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের বেশি করে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন সহ তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে বেশি পারদর্শী হতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসীদের অবদানকে সমুন্নত রাখতে তরুণ প্রজন্মকে উচ্চ শিক্ষা অর্জনে এগিয়ে আসতে হবে।
পাইওনিয়ারের পরিচালক কাউন্সিলর নাজ ইসলামের সভাপতিত্বে এবং সাইদা আনোয়ার প্রভা ও সুইটি জামানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রবাসী কমিউনিটি নেতা ড ওয়ালী তছর উদ্দিন এমবিই, এনআরবি ব্যাংকের সিকিউরিটি ডাইরেক্টর সাব্বির আহমদ চৌধুরী, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রির বদরুল চৌধুরী, সিলেট জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ ভিপি, গিনেজ বুক রেকর্ডধারী টিপু রহমান, জেলা আওয়ামী লীগ নেতা মবশ্বির আলী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী এলাইচ মিয়া ও আনোয়ার আলী। স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের পরিচালক সিরাজ ইসলাম।
অফিস উদ্বোধন শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply