ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল শুক্রবার শেষ হচ্ছে।
এর আয়োজন করেছে স্টেপ ফর সিনেমা নামের একটি প্রতিষ্ঠান। তবে বিশ্বজুড়ে লকডাউন ও স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে উৎসবের সকল কার্যক্রম অনলাইন প্লাটফর্মেই সীমাবদ্ধ থাকছে।
উৎসব চেয়ারপার্সন অনন্যা রুমা জানান, ৪৫টি দেশের ৬৫৬টি চলচ্চিত্র জমা পড়েছে এবারের উৎসবে। সেখান থেকে ২৪টি দেশের ৫৮টি চলচ্চিত্রকে মনোনয়ন দেওয়া হয়েছে।
উৎসব পরিচালক দীপান্ত রায়হান জানান, বাছাইকৃত চলচ্চিত্রের মধ্য থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ নিরীক্ষামূলক চলচ্চিত্র, শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র, শ্রেষ্ঠ চিত্রগ্রহণ, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী, শ্রেষ্ঠ আবহ সংগীত ও শ্রেষ্ঠ সম্পাদনা বিভাগে পুরস্কার দেওয়া হবে।
এছাড়াও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীকে প্রদান করা হবে আজীবন সম্মাননা।
উৎসবের বিচারকের দায়িত্ব পালন করছেন, বাংলাদেশের তরুণ নির্মাতা শাহনেওয়াজ কাকলী, মাহদী হাসান ও সংগীত পরিচালক এসআই টুটুলসহ ভারত, নেপাল, ইরান, কানাডা, নর্থ ম্যাসিডোনিয়া ও তুরস্কের আরও সাতজন চলচ্চিত্র পরিচালক।
উৎসব চলাকালীন ফেসবুক লাইভে অনুষ্ঠিত হচ্ছে নিউ নরমাল টাইমের চলচ্চিত্র ও চলচ্চিত্র সাংবাদিকতা বিষয়ক মুক্ত আলোচনা। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত আটটা পর্যন্ত চলছে উৎসব। চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও সকল আয়োজন দেখা যাচ্ছে স্টেপ ফর সিনেমা, ডিএসপি, বাংলামেইল, চিন্তাশীল, ফ্রাইডে থিয়েটার ও ট্যুরিস্ট ক্লাব বাংলাদেশের ফেসবুক পেজে।
Leave a Reply