নিজস্ব প্রতিবেদক : সিলেটে ইনোভেটর আয়োজিত বই পড়া উৎসবের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কবি নজরুল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা কামাল লোহানী। বিশেষ অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও জাসদ সভাপতি লোকমান আহমদ। সভাপতিত্ব করেন, ইনোভেটরের মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, ইনোভেটরের নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মদনমোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ ড মোস্তাক আহমাদ দ্বীন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ।
Leave a Reply