সিলেটে বইপড়া উৎসবের প্রবর্তক সংগঠন ইনোভেটরের জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অর্জন উপলক্ষে শনিবার একটি আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগরীর জিন্দাবাজারে নজরুল একাডেমি মিলনায়তনে বিকেলে আয়োজিত আনন্দ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি শামসুল আলম সেলিম, রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আব্দুল রহমান জামিল, কবি পুলিন রায়, ইনোভেটরের মুখ্য সঞ্চালক সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ ও নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব।
Leave a Reply