হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ইনাতগঞ্জ কল্যাণ সমিতি বার্মিংহাম ইউকের উদ্যোগে ও বিবিয়ানা জনকল্যাণ পরিষদের সার্বিক তত্ত্বাবধানে কয়েক শ অসহায় মানুষের মাঝ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দেরবাজারে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিবিয়ানা জনকল্যাণ পরিষদের সভাপতি মিনার উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিমন আহমদ ও সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদের যৌথ পরিচালনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শিরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুর রহমান স্বপন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকলি, সাবেক ছাত্রলীগ নেতা তৌফিক আহমদ ও বান্দেরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন।
Leave a Reply