নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক ও সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগে অনিয়মের অভিযোগে মামলা দায়ের হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের নির্বাচিত সদস্য মোশাহিদ আলী, জসিম উদ্দিন ও মিহির লাল রায় অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সিলেট বরাবর লিখিত অভিযোগ দায়ের করে কোন ফল না পাওয়ায় এই তিন জনের মধ্যে মোশাহিদ আলী ও জসিম উদ্দিন বাদি হয়ে হবিগঞ্জ সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেছেন।
মামলায় বিবাদি করা হয়েছে বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মাসুদ আহমেদ জিহাদী, শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, সফিকুল ইসলাম, জামাল আহমদ চৌধুরী, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি রুবা বেগম, দাতা সদস্য আজিম উদ্দিন, প্রধান শিক্ষক বদরুল আলম, সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অচিন্ত আচার্য, সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী লাইব্রেরিয়ান মো ইমদাদুল হক ও সাধারন অভিভাবক প্রতিনিধি মিহির লাল রায়কে।
আদালত ১০ জুলাই সকল বিবাদিকে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করেন।
মামলায় অভিযোগে করা হয়েছে, গত ২০ এপ্রিল বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পদ দুটিতে কয়েকজন প্রার্থী আবেদন করলেও প্রধান শিক্ষক তার পছন্দের প্রার্থী সহ আরো নমুনা প্রার্থী ২/৩ জন নিয়ে নিয়োগ পরীক্ষায় প্রার্থী দেখান। একাধিক প্রার্থীকে তাদের দরখাস্ত ও কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও নিয়োগ পরীক্ষার পূর্বে তাদের ‘ইন্টাভিউ কার্ড’ অদৃশ্য কারণে দেয়া হয়নি। প্রার্থীগণ প্রধান শিক্ষকের কাছে নিয়োগ পরীক্ষার তারিখ জানতে চাইলে প্রধান শিক্ষক তাদেরকে জানান, আরো ৩০ দিন পর পরীক্ষা অনুুষ্ঠিত হবে।
আরো অভিযোগে করা হয়, টাকার বিনিময়ে প্রধান শিক্ষক তার পছন্দের প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করেছেন, যা বিধি বহির্ভুত। সুষ্ঠু তদন্ত হলে নিয়োগের বিষয়টি বেরিয়ে আসবে।
Leave a Reply