নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়িতে নবনিযুক্ত পুলিশ ইন্সপেক্টর শামছ উদ্দিন খান বৃহস্পতিবার রাতে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন।
এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, ইনাতগঞ্জ বাজার কমিটির কর্মকর্তা ও সাংবাদিকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দীঘলবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন রব্বানী, চ্যানেল এস/ সিলেটের ডাকের নবীগঞ্জ প্রতিনিধি রাকিল হোসেন, ইনাতগঞ্জ বাজার কমিটির সভাপতি আমুন উদ্দিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য জামাল চৌধুরী, মিহির লাল রায়, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস শহীদ প্রমুখ।
ইন্সপেক্টর শামছ উদ্দিন খান এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
Leave a Reply