নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় পরিচালিত সিলেট ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন।
সোমবার দুপুরে তিনি মহানগরীর বাগবাড়িতে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যান।
জেলা প্রশাসক পরিদর্শনকালে সেখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং কিছু নির্দেশনা দেন।
এ সময় তার সাথে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ। এছাড়া সিলেট ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল হক এবং উপাধ্যক্ষ ফারজানা ইসরাতও উপস্থিত ছিলেন।
Leave a Reply