নিজস্ব প্রতিবেদক : কয়েক হাজার মানুষের অংশগ্রহণে শুক্রবার সিলেট মহানগরীতে পবিত্র ইদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে বিশাল এই র্যালি অনুষ্ঠিত হয়।
বাদ জুমা মহানগরীর সোবহানিঘাট এলাকা থেকে শুরু হয়ে মুবারক র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী, অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড এম এ মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান, আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা নজমুল হুদা খান ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মকন মিয়া।
এর আগে সকাল ১০টা থেকে হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা ময়দানে সবাই সমবেত হন।
এসময় এক আলোচনা সভায় বক্তারা বলেন, রবিউল আউয়াল মাস এক মহান বার্তা নিয়ে আসে, যা সৃষ্টিকূলের জন্য অত্যন্ত আনন্দের। এ মাসে বিশ্ব মানবতার মুক্তির দিশারী, সৃষ্টিজগতের রহমত নবী মুহাম্মদ (স) দুনিয়ায় আগমন করেছিলেন। তার জন্ম ও পুরো জীবন স্বতন্ত্র বৈশিষ্টমণ্ডিত। তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠা ও সকলের যথাযথ অধিকার নিশ্চিত করে গেছেন। ভ্রাতৃত্ব ও মানবতার মহান আদর্শে উজ্জীবিত করেছেন গোটা মানব সমাজকে। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল ক্ষেত্রে তার দিক-নির্দেশনা রয়েছে।
মুবারক র্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফিজ কাওছার আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মুহাম্মদ উসমান গণি ও সদস্য সচিব এনাম উদ্দিন আহমদের যৌথ পরিচালনায় আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন, মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী।
Leave a Reply