NATIONAL
Human chain demanding gas connection and halt to transfer of operations at Zakiganj gas well in Sylhet
সংবাদ সংক্ষেপ
রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করে জনগণের শক্তির ওপর : দক্ষিণ সুরমায় আব্দুল কাইয়ুম চৌধুরী নবীগঞ্জে হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ১৯৬ বোতল ইসকফ সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব জকিগঞ্জ গ্যাস কূপের কার্যক্রম হস্তান্তর বন্ধ ও গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন শাল্লায় বিএনপি নেতা জাবেদের ঈদের শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ দিরাই উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা নদীভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নিতে জকিগঞ্জবাসীর আহবান || গঠিত হয়েছে জনদাবি পরিষদ নবীগঞ্জে সার্কেল পঞ্চায়েত ও সরপঞ্চ বিষয়ক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন দিরাইয়ে চুরি হওয়া মোটরবাইক উদ্ধার || গ্রেফতার চোর চক্রের ৩ সদস্য সাংবাদিক কাইয়ুম উল্লাসের বড়োভাইয়ের ইন্তেকালে জেলা প্রেসক্লাবের শোক ব্রাহ্মণবাড়িয়ায় ১৫৭ বোতল ইসকফ সহ এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ আহত শ্রমিক দল নেতাকে দেখতে যান বিএনপি নেতা আরিফ চৌধুরী গোয়াইনঘাটে ৪৭৯ বোতল বিদেশী মদ সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব BNNRC CEO Calls for Inclusive and Accountable Digital Future জাতিসংঘে ডিজিটাল ন্যায়বিচারের পক্ষে জোরালো অবস্থান বিএনএনআরসি প্রধানের সংসদ নির্বাচনে ৩০০ আসনেই জামায়াত নির্বাচন করবে : কুলাউড়ায় ডা. শফিকুর রহমান

ইতিহাসে প্রথম ব্রিটিশ মুসলিম এভারেস্ট জয়ী জগন্নাথপুরের আকি

  • রবিবার, ১৫ মে, ২০২২

রুম্মান আহমদ, জগন্নাথপুর : পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় বাংলাদেশ ও ব্রিটেনের পতাকা উড়িয়ে প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে এভারেস্টজয়ীর তালিকায় নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত পর্বতারোহী হাওরের জেলা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আখলাকুর রহমান। শুক্রবার নেপালের সময় সকাল সাড়ে ৭টার দিকে আকি রহমান নামে ব্যাপক পরিচিতি পাওয়া যুক্তরাজ্য প্রবাসী এই তরুণ এভারেস্টের চূড়ায় পৌঁছেন।
আকি রহমান এভারেস্ট জয় করতে গত ১১ এপ্রিল যুক্তরাজ্য থেকে নেপাল রওয়ানা হন। এভারেস্ট ক্যাম্পে যোগ দেন ৪ এপ্রিল। এরপর শেরপা খ্যাত অভিজ্ঞ সহযোগীদের (গাইড) দিকনির্দেশনা অনুযায়ী লক্ষ্য পূরণে যাত্রা শুরু করেন।
আখলাকুর রহমান জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মরহুম ইছকন্দর আলীর ছেলে। তবে বিশ্বজুড়ে পর্বতারোহী আকি রহমান নামেই পরিচিত। এক এক করে ছোটবড় বেশ কয়েকটি পর্বতশৃঙ্গে আরোহণ করে অভিজ্ঞতা অর্জনের ধারাবাহিতায় ২০২০ সালের জুলাই মাসে এই অদম্য তরুণ আফ্রিকার তানজানিয়ার ৫ হাজার ৮৯৫ মিটার উচ্চতার সবচেয়ে উঁচু পর্বত জয় করেন। এরপর জয় করেন ফ্রান্সের সবচেয়ে উঁচু পর্বত ৪ হাজার ৮১০ মিটার উচ্চতার মন্ট ব্লাংক। একই বছরের অক্টোবরে তৃতীয়বার ২৪ ঘণ্টায় রাশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এলব্রস, যার উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার, তা মাত্র ৮ ঘণ্টায় আরোহণ করে বিজয়ী হন। পাশাপাশি রাশিয়ার কারবাদিনো-বলকারিয়াও জয় করেন। ২০২১ সালে জয় করেন নেপালে অবস্থিত হিমালয় আমাদা। সর্বশেষ এভারেস্ট জয় করে ইতিহাসে জায়গা করে নিলেন।
আকি রহমানের এভারেস্ট জয়ে জগন্নাথপুরে আনন্দের জোয়ার বইছে। উপজেলার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছেন। আত্মীয়-স্বজনরা মিষ্টি বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest