রুম্মান আহমদ, জগন্নাথপুর : পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় বাংলাদেশ ও ব্রিটেনের পতাকা উড়িয়ে প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে এভারেস্টজয়ীর তালিকায় নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত পর্বতারোহী হাওরের জেলা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আখলাকুর রহমান। শুক্রবার নেপালের সময় সকাল সাড়ে ৭টার দিকে আকি রহমান নামে ব্যাপক পরিচিতি পাওয়া যুক্তরাজ্য প্রবাসী এই তরুণ এভারেস্টের চূড়ায় পৌঁছেন।
আকি রহমান এভারেস্ট জয় করতে গত ১১ এপ্রিল যুক্তরাজ্য থেকে নেপাল রওয়ানা হন। এভারেস্ট ক্যাম্পে যোগ দেন ৪ এপ্রিল। এরপর শেরপা খ্যাত অভিজ্ঞ সহযোগীদের (গাইড) দিকনির্দেশনা অনুযায়ী লক্ষ্য পূরণে যাত্রা শুরু করেন।
আখলাকুর রহমান জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মরহুম ইছকন্দর আলীর ছেলে। তবে বিশ্বজুড়ে পর্বতারোহী আকি রহমান নামেই পরিচিত। এক এক করে ছোটবড় বেশ কয়েকটি পর্বতশৃঙ্গে আরোহণ করে অভিজ্ঞতা অর্জনের ধারাবাহিতায় ২০২০ সালের জুলাই মাসে এই অদম্য তরুণ আফ্রিকার তানজানিয়ার ৫ হাজার ৮৯৫ মিটার উচ্চতার সবচেয়ে উঁচু পর্বত জয় করেন। এরপর জয় করেন ফ্রান্সের সবচেয়ে উঁচু পর্বত ৪ হাজার ৮১০ মিটার উচ্চতার মন্ট ব্লাংক। একই বছরের অক্টোবরে তৃতীয়বার ২৪ ঘণ্টায় রাশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এলব্রস, যার উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার, তা মাত্র ৮ ঘণ্টায় আরোহণ করে বিজয়ী হন। পাশাপাশি রাশিয়ার কারবাদিনো-বলকারিয়াও জয় করেন। ২০২১ সালে জয় করেন নেপালে অবস্থিত হিমালয় আমাদা। সর্বশেষ এভারেস্ট জয় করে ইতিহাসে জায়গা করে নিলেন।
আকি রহমানের এভারেস্ট জয়ে জগন্নাথপুরে আনন্দের জোয়ার বইছে। উপজেলার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছেন। আত্মীয়-স্বজনরা মিষ্টি বিতরণ করেন।
Leave a Reply