আশরাফ আহমেদ, এমসি কলেজ : শত মাইল পথ পায়ে হেঁটে নতুন ইতিহাস গড়তে চায় সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ রোভার স্কাউট গ্রুপের একঝাঁক তরুণ। ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত ৫ দিনে তারা ১০০ মাইলেরও বেশি পথ পরিভ্রমণ করবে। ব্যতিক্রমী এ আয়োজনটি বাংলাদেশ স্কাউট, সিলেট জেলা শাখার। এ বিষয়ে এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার শাম্মী খানম জানান, ১৮ মার্চ সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে রোভার স্কাউটের ৬ সদস্য বিশিষ্ট ‘ক’ ও ‘খ’ নামে দুটি দল যাত্রা শুরু করেছে।
‘ক’ দলে রয়েছেন, শিপন সূত্রধর, ইফতেখারুল ইসলাম ও হিমেল আহমেদ। ‘খ’ দলে আছেন, আরিফুল ইসলাম সৌরভ ও হাবিবুল ইসলাম রাব্বি । দল দুটির সার্বিক তত্ত্বাবধানে আছে এমসি কলেজ স্কাউট গ্রুপ।
দলগুলো যাত্রা শুরুর দিন সকালে প্রথমে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। পরে ফেঞ্চুগঞ্জ, রাজনগর, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, মিরপুর, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও জগদীশপুর হয়ে ব্রাহ্মণবাড়িয়ার পথে পা বাড়ায়।
Leave a Reply