নিজস্ব প্রতিবেদক : ইতালি যেতে ইচ্ছুকরা অবিলম্বে ভিসাসহ তাদের পাসপোর্ট ক্রম অনুযায়ী ফেরৎ পাওয়ার দাবি জানিয়েছেন।
রবিবার, ৯ জুন (২৬ জ্যৈষ্ঠ) সকালে সিলেট মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকায় আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
ইতালি যেতে ভিসার আবেদনকারীদের পাসপোর্ট গ্রহণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ভিএফএস গ্লোবালের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইতালির ওয়ার্ক পারমিট ‘নুলস্তা’ সংগ্রহ করে তারা ভিসার জন্য বাংলাদেশ ভিএফএস গ্লোবালে জমা দেওয়ার পর এক বছরের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত পাসপোর্ট ফেরৎ পাননি। ফলে তারা অনেকটা জিম্মি অবস্থায় আছেন। অথচ অনেকেই ইতালি চলে যাওয়ার আশায় চাকরি ছেড়ে দিয়েছিলেন। গুটিয়ে নিয়েছিলেন ব্যবসা। ফলে এখন প্রায় বেকার। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটি নিয়ে দেশে এসে ভিসার জন্যে পাসপোর্ট জমা দিয়েছিলেন। তাদের অনেকের ছুটি শেষ হয়ে গেছে; কিন্তু ফিরতে পারেননি। অনেকের ছুটির মেয়াদ শেষ হওয়ার পথে রয়েছে।
অন্যদিকে নির্ধারিত সময়ে কাজে যোগ দিতে না পারায় ইতালির ওয়ার্ক পারমিটগুলোও দাতারা প্রত্যাহার করে নিচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাবুল ঘোষ, শামীম আহমদ, নিজার আহমদ রাজু, জিয়াউর রহমান, আপ্তাব আহমদ, জাকির হাসান, শিপু আহমদ, ইকবাল আহমদ ও মনসুর চৌধুরী।
Leave a Reply